“অগ্রজ-অনুজ মিলে একাকার এ বন্ধন হোক ভালবাসার”

0
846

যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের ৮২ তম পূর্তি উৎযাপন উপলক্ষে প্রথম পুণর্মিলনীতে “অগ্রজ-অনুজ মিলে একাকার এ বন্ধন হোক ভালবাসার” লাইনটির প্রতিটি অক্ষর নিয়ে প্রতিষ্ঠানের প্রাক্তন সফল প্রধান শিক্ষিকা হালিমা খাতুনের লেখা বিশেষ কবিতা।

হালিমা খাতুন

-অহরহ ভাবিতেম-
গ্র-গ্রহ হতে গ্রহান্তরে যাওয়া যদি যায়, কেন পারিব না ‘পূণর্মিলনী’ সাধিতে? দেখি শতবার।
-জয়ী মোরা আজ।

-অতল সিন্ধু সেঁচিয়া এসেছি, এনেছি তোমাদের সকলেরে।
নু-ন্যুব্জ আজি অগ্রজ,
-জয়টীকা তাই পরিয়ে দিলেম তোমাদের কপালে হে অনুজ !

মি মিলিটারি নাই হেথা, ভয় নাই, ওরে ভয় নাই-
লে-লেপন কর সকল মমতা-মাধুর্য উজাড় করিয়া সকলের তরে।

এ-এ যেন এক মহা সমাবেশ,
কা-কার্পণ্য কোরান কেহ ভালবাসা দিতে।
কা-কারেও কোরনা ক্ষুন্ন।
-রক্তিম এই মিলন মেলায়

এ-এ মধু লগনে-

-বসন্ত বায়ু বহিছে অঙ্গনে
-নতুন সুধা সমারোহে, নতুন আঙ্গিকে-
-“ধন রতœ” নাহি হেথা, আছে শুধু
ন-নব উল্লাসে প্রাণ মেতে ওঠা।

হো-“হোলসিম” সিমেন্টে মুখ নাহি আটো।
ক-কথা কও, মন খুলে ক-থা কও।

ভা-ভাসমান স্রোত-মাঝে
-লোহিত সাগরের বক্ষে ভাসিয়া
বা-বাসনা পূর্ণ কর যে যার মত করে।
সা-সাধ্য নাই কারও তাহা রুধিবার।
-রমরমা পরিবেশ উপভোগ কর প্রাণ ভরে সকল সুহৃদবৃন্দ।

 

প্রাক্তন ছাত্রী ও প্রধান শিক্ষিকা যশোর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়।

ও প্রাক্তন জেলা কমিশনার বাংলাদেশ গার্ল গাইড্স্ এসোসিয়েশন, যশোর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here