অপরাধ যেই করুখ না কেন কাউকে ছাড় দেওয়া হবেনা, পুলিশ

0
403

উত্তম চক্রবর্ত্তী : রাজগঞ্জে পুলিশ পারেনা এমন কাজ নেই, কারন পুলিশ জনগনের বন্ধু। রাজগঞ্জ পুলিশ সন্দেহ ভাবে তিন যুবককে আটক করে। তাদের স্বীকারুতিতে কাতুজসহ অস্ত্র উদ্ধার করে রেকর্ড করলেন রাজগঞ্জ পুলিশ। পুলিশ জানায়, মণিরামপুর উপজেলার চালুয়াহাটী ইউনিয়নে একটি সংঘবদ্ধ অপরাধ চক্র দীর্ঘদিন যাবৎ ছিনতাই, নিরব চাঁদাবাজিসহ নানান অপকর্ম করে আসছে। এমন সংবাদ পাওয়ার পর রাজগঞ্জ পুলিশ ঐ ইউনিয়নের নেংগুড়াহাটসহ আশপাশ গ্রামের কঠোর নজরদারীতে রাখেন। এক পর্যায় গত বৃহস্পতিবার দুপরে নেংগুড়াহাট বাজারে রাজগঞ্জ পুলিশ বিশেষ অভিযানে ডিউটিতে থাকা কালিন কয়েক যুবক সন্দেহের বসিভুত হয়। এ সময় পুলিশ ঐ যুবকদের লক্ষ করে এগিয়ে গেলে সেখান থেকে কয়েকজন দ্রুত সরে যায়। এবং গোপীকান্তপুর গ্রামের জালাল ফকিরের ছেলে মিজানুর রহমান (২২), আব্দুল ফকিরের ছেলে বিল¬াল হোসেন(২৪) ও লক্ষনপুর গ্রামের জাহাবখ্স ছেলে রবিউল ইসলাম(৩৫) কে পুলিশ আটক করে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। ও রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ অস্ত্র উদ্ধারের জন্য তাদের সাথে নিয়ে মোবারকপুর শ্মাশান ঘাট মোড়ের পাশে কাত্তিকের কলাবাগানে যায়। সেখান থেকে মিজান নিজেই পাইপগান ও কার্তুজ বের করে দেয়। পুলিশ অস্ত্র উদ্ধার করে মণিরামপুর থানায় নিয়ে যায়। এবং ধৃত তিন জনের নামে অস্ত্র আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করেন। যার মামলা নম্বর ৩৩, তারিখ ২৩-২-১৭। তাই যেখানে অপরাদ সেখানে দৌড়ে যায় পুলিশ। পুলিশের তৎপরতায় এখন রাজগঞ্জে অপরাধ নেয় বললেই চলে।  এ বিষয়ে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই আইনুদ্দীন ও এ এস আই ইমরান হোসেন, জানান, যেই অপরাধ কখ না কেন কাউকে ছাড় দেওয়া হবেনা। কাউকে সন্দেহ করা হলে তাকে গ্রেফতার করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here