অবশেষে সরিয়ে নেয়া হলো নড়াইল জেলা স্টেডিয়ামের নামফলক

0
492

নড়াইল প্রতিনিধি
অবশেষে সরিয়ে ফেলা হয়েছে ‘নড়াইল জেলা স্টেডিয়াম’ এর নামফলক। শুক্রবার (২৮ এপ্রিল) রাতেই ভুল নামফলকটি সরিয়ে ফেলা হয়। এ ব্যাপারে জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ বলেন, ভুল নামফলক লাগানোর বিষয়টি জানার পর তা সরিয়ে ফেলা হয়েছে। দ্রুতই ‘বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম’ নামফলকটি স্থাপন করা হবে। তিনি আরো বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্দিকুর রহমানকে আহবায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাতদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু বলেন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামটি গেজেট আকারে প্রকাশ করা। এই নাম পরিবর্তনের প্রশ্নই আসে না। ঠিকাদারের ভুলে নামফলক পরিবর্তনের এ সমস্যা হতে পারে। প্রসঙ্গত, ‘বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম’ এর নাম বদলে দক্ষিণপাশের প্রবেশদ্বারে লেখা হয়-‘নড়াইল জেলা স্টেডিয়াম, নড়াইল’। গত শুক্রবার (২৮ এপ্রিল) সকালে এই পরিবর্তন সবার নজরে আসে। এমন পরিবর্তন দেখে হতবাক হন ক্রীড়ামোদীসহ সব পেশার মানুষ। ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন নড়াইলবাসী। বিভিন্ন গণমাধ্যমে গুরুত্ব সহকারে বিষয়টি প্রকাশ করা হয়। জাতীয় ক্রীড়া সংস্থার উদ্যোগে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামের প্রবেশদ্বারসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন কাজ চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here