অবৈধপথে ভারতে পাচারের সময় বেনাপোলে শিশুসহ ৪ নারী উদ্ধার

0
386

নিজস্ব প্রতিবেদক, বেনাপোল: অবৈধপথে ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্ত থেকে ৩ শিশুসহ ৪ নারীকে উদ্ধার করেছে বিজিবি সদস্যরা ।

সোমবার সকালে সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। তবে এসময় বিজিবি সদস্যরা পাচারকারী চক্রের কাউকে আটক করতে পারেনি।
উদ্ধারকৃতরা হলেন,বাগের হাট জেলার মোড়ল গঞ্জ থানার মুন্নি (১৭) ও তার শিশু সন্তান শাকিল (৩),একই এলাকার নিপু (৩৫) ও তার শিশু সন্তান মোমেন (৪), একই এলাকার কুলছুম (২৫) ও তার শিশু সন্তান মিম (২) ও খুলনা টুটু পাড়া এলাকার শেপালী বেগম (৪০)।
বেনাপোল বিজিবি ক্যাম্পের সুবেদার মনিরুল ইসলাম জানান, ভাল কাজের প্রলোভন দেখিয়ে পাচারকারীরা তাদের ভারতে পাচার করছিল। এমন খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে ।
বেনাপোল পোর্ট থানার এএসআই ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here