অবৈধ প‌থে ভারতে পাচার হওয় ৩ কিশোরকে বেনাপোলে হস্তান্তর

0
369

আশানুর রহমান আশা : বেনাপোল প্র‌তি‌নি‌ধি: অবৈধপ‌থে ভারতে পাচার হওয়া ৩ বাংলাদেশি কিশোরকে তিন বছর পর ফেরত পাঠিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ) বাহিনী সদস্যরা।

মঙ্গলবার সন্ধ্যায় স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়ায় তাদেরকে ভারতের পেট্রাপোল ক্যাম্পের বিএসএফ সদস্যরা বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করে।

কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে বিজিবি বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির কাছে তাদের হস্তান্তর করেছে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য।

ফেরত আসারা হলেন- সাতক্ষীরার ব্রজোপাটুলিয়া গ্রামের রসিদ গাজির ছেলে রায়হান (১৭), গোপালগঞ্জের কোটালিপাড়া গ্রামের সুনিল গাইনের ছেলে সবুজ গাইন (১৭) ও একই জেলার টুপিরিয়া গ্রামের গোবিন্দ শীলের ছেলে আনন্দ শীল (১৫)।

বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির যশোর অফিসের কাউন্সিলর নাহার জানান, ভালো কাজের প্র‌লোভ‌নে দালালের খপ্পরে প‌ড়ে সীমান্ত পথে তারা ভারতের দিল্লিতে যায়। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে জেলে পাঠায়। সেখান থেকে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগে স্বদেশ প্রত্যাবর্তনে দেশে ফিরে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here