অভয়নগরে আন্ত প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

0
128

অভয়নগর (যশোর) প্রতিনিধি : অভয়নগরে আন্ত প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর । উপজেলা নিবার্হী অফিসার মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ করিমের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান আক্তরুজ্জামান তারু, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্চন অফিসার এস এম হাবিবুর রহমান, খাদ্য পরিদর্শক কর্মকর্তা মিনা খানম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার অরুপ কুমার নস্কার, স্মৃতি বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত, জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন শান্তি প্রতিক কবুতর উড়ানো ও মশাল প্রদক্ষিনের মাধ্যমের খেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলার মোট ১১৭ টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১ম বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।