অভয়নগরে সন্ত্রাসীদের গুলিতে নবনির্বাচিত ইউপি মেম্বার খুন

0
169

অভয়নগর (যশোর) প্রতিনিধি : অভয়নগরের সুন্দলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার উত্তম সরকারকে (৩০) সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। সোমবার রাত ৮টার সময় এ ঘটনা ঘটে। সুন্দলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিকাশ চন্দ্র মল্লিক জানান, নবনির্বাচিত ইউপি মেম্বার উত্তম সরকার নিজ বাড়ির পাশে হরিষপুর সরকারি প্রাথমিক বিদ্যলয় মাঠে পৌঁছালে ওৎপেঁতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে তার বুকে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তার বুকের অংশ ভেদ হয়ে যায়। গুলির পর উত্তম কুমার মাঠে লুটিয়ে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার মরদেহ মাঠে পড়ে রয়েছে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় চরম আতংকের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছিয়েছে।