অস্ট্রেলিয়ান হাইকমিশনে বোমা হামলার ‘হুমকিদাতা’ আটক

0
442

নিজস্ব প্রতিবেদক : গুলশানের অস্ট্রেলিয়ান হাইকমিশন বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকিদাতা সন্দেহে একজনকে আটক করেছে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। তার নাম তৌসিফ হোসেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর বনশ্রী থেকে তাকে আটক করা হয়।

ডিএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার মো. ইউসুফ আলী ঢাকাটাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি আটক ব্যক্তির বিস্তারিত পরিচয় জানাতে পারেননি। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে তার ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

গত মঙ্গলবার একটি ই-মেইল বার্তায় হাইকমিশনারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে বোমা মেরে কার্যালয় উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়।

যে ই-মেইল অ্যাকাউন্ট থেকে চাঁদা দাবি করা হয়েছে সেটি বাড্ডা লিংক রোডের এক ব্যবসায়ীর। পরে তাকে পুলিশি হেফাজতে নেয়া হয়। তবে ওই ব্যক্তি পুলিশকে জানিয়েছেন, তাকে ফাঁসানোর জন্য কেউ এমনটি করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here