আইপিএলের শেষ চারে কে কার বিপক্ষে?

0
413

ক্রীড়া ডেস্ক : মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ আগেই পৌঁছে গিয়েছিল প্লে-অফে। মুম্বাইয়ের পয়েন্ট ২০। হায়দরাবাদের পয়েন্ট ১৭। তিন ও চার নম্বর স্থানের জন্য লড়াই ছিল তিন দলের মধ্যে। কলকাতা, পুণে ও পঞ্জাবের মধ্যে যে কোনও দু’দলই যেতে পারত প্লে-অফে। কলকাতার যা রান রেট তাতে তাদের আটকানো সহজ ছিল না। বিরাট বড় কিছু রানের পাহাড় তৈরি না হলে। যেটা এই আইপিএল-এ দেখা যায়নি।

কিন্তু যে ম্যাচের উপর বাকি দুই প্লে-অফ দলের ভাগ্য নির্ভর করছিল সেই ম্যাচ শেষ হল ৭৩ রানের দলগত লক্ষ্যে। যেটা এই আইপিএল-এর কম রানের একটি। যে কারণে সহজেই জিতে নিল পুণে। পুণের জয়ের সঙ্গেই কলকাতাও চলে যায় প্লে-অফে।

দশম আইপিএল-এর প্লে-অফে মুম্বাইয়ে কোয়ালিফাইংয়ে মুখোমুখি হবে মুম্বাই ও পুণে। বেঙ্গালুরুতে কলকাতা ও হায়দরাবাদ খেলবে এলিমিনেশন রাউন্ড। এলিমিনেশন পর্ব থেকে যে দল হেরে যাবে সে ছিটকে যাবে আইপিএল থেকে। যে জিতবে তাঁকে খেলতে হবে কোয়ালিফাইং রাউন্ডে হেরে যাওয়া দলের সঙ্গে। সেখান থেকে যে জিতবে তাঁকে ফাইনালে খেলতে হবে কোয়ালিফাইংয়ের জয়ী দলের সঙ্গে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here