আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে ছাত্রলীগকর্মী নিহত, গুলিবিদ্ধ ১০

0
351

নিজস্ব প্রতিবেদক: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় আওয়ামী লীগের দু’পক্ষের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় এক ছাত্রলীগকর্মী নিহত এবং ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার বিকেলে উপজেলার রাজনগর ইউনিয়নে মালতকান্দিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত ইকবাল হোসেন (২৫) ছাত্রলীগের কর্মী ছিলেন। এ ঘটনায় গুলিবিদ্ধ ১০ জনসহ গুরুতর অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বলেন, আধিপত্য বিস্তার নিয়ে জুমার নামাজের পর মালতকান্দিতে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপক্ষের নেতৃত্বে দেন রাজনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাকির হোসেন গাজী। অপর পক্ষের নেতৃত্ব দেন ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলিমুজ্জামান মীর।

তিনি আরও জানান, সংঘর্ষ চলাকালে ছাত্রলীগকর্মী ইকবাল হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here