আক্রমণাত্মক ক্রিকেটই খেলবে বাংলাদেশ

0
616

ক্রীড়া প্রতিবেদক : ডাম্বুলায় প্রথম ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলেছিল বাংলাদেশ। ব্যাটিং-বোলিং কি ফিল্ডিং, তিন বিভাগেই দারুণ আগ্রাসী ছিলেন মাশরাফিরা। আর তাতে সাফল্যও ধরা দিয়েছিল। বড় জয়ে সিরিজে এগিয়ে যায় দলটি। দ্বিতীয় ম্যাচে আক্রমণের ধারা কমানোয় বড় সংগ্রহ গড়েছিল লঙ্কানরা, যদিও বৃষ্টি বাঁধায় ব্যাট হাতে মাঠে নামতেই পারেনি টাইগাররা। তাই সিরিজ নির্ধারণী ম্যাচে কাল (শনিবার) আক্রমণাত্মক ক্রিকেটই খেলবেন বলে জানান বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

সিরিজ জিততে শেষ ম্যাচে বাংলাদেশ সতর্ক থেকে খেলবে কিনা জানতে চাইলে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘সতর্ক থেকে খেলা খুব কঠিন। কারণ সতর্ক থেকে খেললে আপনি আপনার সেরাটা খেলতে পারবেন না। হয় আপনাকে রক্ষণাত্মক খেলতে হবে অথবা আক্রণাত্মক থাকতে হবে। রক্ষণাত্মক থাকলে আপনি ক্রিকেট ম্যাচ জিততে পারবেন না। রিল্যাক্স থাকাটা খুব জরুরি। টেস্ট-ওয়ানডে মিলিয়ে দল এখানে টানা দুই ম্যাচ জিতেছে। যে পরিকল্পনায় আমরা খেলেছি, সেই পরিকল্পনায় খেলাটা খুব জরুরি। আমি সব সময়ই চাইবো আক্রমণাত্মক ক্রিকেটটাই যেন আমরা খেলতে পারি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here