আগামীকাল ২ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু

0
517

যশোর বোর্ডে এ বছর ১ লাখ ৪ হাজার ১শ’ ২৯জন পরীক্ষার্থী
বিশেষ প্রতিনিধি : আগামীকাল ২ এপ্রিল থেকে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। এ বছর অংশ ১ লাখ ৪ হাজার ১শ’২৯ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এ বছর ২১ হাজার পরীক্ষার্থী কমেছে। গত বছর এ বোর্ড থেকে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ২৫ হাজার ৫শ’ শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের উপ-পরিক্ষা নিয়ন্ত্রক উচ্চ মাধ্যমিক সমীর কুমার কুন্ডু।
শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, যশোর শিক্ষাবোর্ডের আওতায় খুলনার বিভাগের ১০ জেলার ৫৬৯টি কলেজ থেকে এক লাখ চার হাজার ১২৯ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা অংশ নিচ্ছে। ২১৩ টি কেন্দ্রে তাদের পরীক্ষা নেয়া হবে।
পরীক্ষার্থীর মধ্যে মানবিক বিভাগে শিক্ষার্থী রয়েছে ৬৩ হাজার ৬৫১ জন ও ব্যবসা শিক্ষা বিভাগে রয়েছে ২২ হাজার ৫৪০ শিক্ষার্থী এবং বিজ্ঞান বিভাগে মোট শিক্ষার্থী রয়েছে ১৭ হাজার ৯৩৮ জন।
১০ জেলার মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী খুলনা জেলায়। খুলনা জেলায় পরীক্ষার্থী রয়েছে ১৯ হাজার ৩২৪ জন। আর সবচেয়ে কম পরীক্ষার্থী রয়েছে মেহেরপুরে। এখানে পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৯০৬ জন। এছাড়া যশোরে ১৮ হাজার ৭৮১ জন, ঝিনাইদহে ১৪ হাজার ৩৪৪, কুষ্টিয়ায় রয়েছে ১১ হাজার ৬৩০ পরীক্ষার্থী। সাতক্ষীরা জেলায় রয়েছে ১১ হাজার ৩০৭, বাগেরহাটে রয়েছে ৭ হাজার ৩২০, চুয়াডাঙ্গায় ৬ হাজার ৪৬০, মাগুরায় ৫ হাজার ৯৫৪ ও নড়াইলে রয়েছে ৫ হাজার ১০৩ জন।
যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান, গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থী কম। কারণ গতবছর অনিয়মিত পরীক্ষার্থী ছিল বেশি। তিনি উল্লেখ করেন, সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কোন শিক্ষক-শিক্ষার্থী পরীক্ষার নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here