আগুন লাগে এয়ার ইন্ডিয়ার অফিসে

0
374

নিজস্ব প্রতিবেদক: শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন ভারতীয় এয়ারলাইন এয়ার ইন্ডিয়ার অফিস থেকে লেগেছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। বাহিনীটির পরিচালক (অপারেশন) গণমাধ্যমকর্মীদেরকে এই তথ্য জানান।

শুক্রবার বেলা একটা ৩৭ মিনিটে এই আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের বিশেষ দলকে বিমানবন্দর পাঠানো হয় বলে জানান শাকিল নেওয়াজ। তিনি নিজেও ছুটে যান সেখানে। যান বাহিনীটির আরও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দমকল বাহিনীর পাশাপাশি সেখানে পাঠানো হয় অতিরিক্ত নিরাপত্তা কর্মী। পুলিশের পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়ানের কর্মীরাও যোগ দেয় সেখানে।

কোথায় আগুন লেগেছে-এ নিয়ে শুরু থেকে দুই ধরনের তথ্য পাওয়া যাচ্ছিল। কেউ বলছিলেন দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত, আবার কেউ বলছেন তৃতীয় তলা থেকে আগুন লেগেছে। তবে বিমানের এক কর্মকর্তা জানান, মূল ভবনের তৃতীয় তলায় বেশ কয়েকটি এয়ারওয়েজের অফিস রয়েছে। সেখান থেকেই আগুন লাগার সম্ভাবনা বেশি। তৃতীয় তলায় বাংলাদেশ বিমানের দুটি, এয়ার ইন্ডিয়ার একটি, কাতার এয়ারওয়েজের একটি, সৌদি এয়ারলাইন্সের একটিসহ আরও কয়েকটি এয়ারওয়েজের অফিস রয়েছে।

পরে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) শাকিল নেওয়াজ সাংবাদিকদেরকে জানান, এয়ার ইন্ডিয়ার অফিসে শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, ‘আগুন লাগার সাথে ফায়ার সার্ভিসের বিশেষ টিম আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তারা অক্সিজেন নিয়ে সেখানে প্রবেশ করে এবং তিনটা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এরপরও তৃতীয় ও চতুর্থ তলার কিছু অংশ তল্লাশি করা হয়।’

তবে আগুন লেগেছে বলে মানতে নারাজ এপিবিএনের সিনিয়র এএসপি মো আফতাব। তার দাবি, ধোঁয়া বের হচ্ছিল কেবল। আফতাব বলেন, ‘এয়ার ইন্ডিয়ার অফিসে শর্ট সার্কিট হয়। সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হয়। কিন্তু কোনো আগুন দেখা যায়নি। ফায়ার সার্ভিস কর্মীরা যখন পানি দেয় তখন ধোঁয়া আরও বেড়ে যায়।’

বাংলাদেশ বিমানের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘একটি এয়ারলাইন্স অফিস থেকে আগুনের সূত্রপাত। এই মুহূর্তে সবকিছু স্বাভাবিক আছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। তবে খুব বেশি ক্ষতি হয়েছে বলে মনে হয় না। কারণ, আমরা অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here