আপনিও হতে পারেন আপনার মনের মানুষের ক্লিওপেট্রা

0
551

জলসা ডেক্স : ইতিহাস অনুযায়ী পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা ছিলেন ক্লিওপেট্রা৷ সমস্ত পুরুষরাই নাকি তাকে নিজের রানি বানানোর স্বপ্ন দেখতেন৷ কিন্তু ক্লিওপেট্রা কীভাবে নিজের পরিচর্চা করতেন, সেটা জানেন না অনেকেই৷ বর্তমানে সকল নারীই তার মতোই সুন্দরী হয়ে উঠতে চান৷ তাই আপনাদের জন্য ক্লিওপেট্রার সৌন্দর্যের কিছু গোপন রহস্য তুলে ধরা হলো৷ এগুলি ব্যবহার করলে আপনিও হয়ে উঠবেন আপনার মনের মানুষের ‘ক্লিওপেট্রা’৷
.
কলকাতা২৪ বলছে, ক্লিওপেট্রার সৌন্দর্যের প্রধান চাবিকাঠি ছিল তার ‘ফেমাস মিল্ক বাথ’৷ এই মিল্ক বাথ তৈরি করতে এক লিটার দুধে ছোট এক কাপ মধু মিশিয়ে নিন৷ খেয়াল রাখবেন যাতে দুধ খুব বেশি গরম না হয়৷ ফোটানো দুধ একেবারেই ব্যবহার করবেন না৷ কারণ এতে দুধের মেডিসিনাল উপাদান নষ্ট হয়ে যায়৷ দুধ গরম হলে মুধর গুণও নষ্ট হতে পারে৷
এবার হালকা গরম পানিতে দুধের মিশ্রণ মিশিয়ে নিন৷ ২০ মিনিট এই পানিতে শরীর ভিজিয়ে রাখুন৷ মিল্ক বাথের পর স্ক্রাবিং অবশ্যই প্রয়োজন৷ ৩০০ গ্রাম সি-সল্টের সঙ্গে আধকাপ ক্রিম মিশিয়ে সারা শরীরে লাগিয়ে স্ক্রাবিং করে নিন৷ এতে ত্বক অনেক বেশি মসৃণ হবে ও সানবার্নের প্রভাবও কমবে৷
মুখের ত্বকে সতেজ রাখতে ফেস মাস্ক অবশ্যই জরুরি৷ মধু ও দুধের তৈরি মাস্ক মুখে ব্যবহার করুন৷ মধু ও দুধ সমান পরিমাণে মিশিয়ে সারা মুখে মাখিয়ে রাখুন৷ আধা ঘণ্টা পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন৷ এরপর প্রয়োজন ক্লে মাস্ক৷ মুলতানি মাটি, মধু, টক দই ও লেবুর রস এক সঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন৷ এরপর প্রথমে গরম পানি এবং পরে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন৷ এ ছাড়া প্রতিদিন দুই বার করে অ্যাপেল সিডার ভিনিগার নিয়ে মুখ ধুয়ে নিন৷
মাথার চুল ভাল রাখতে মাথায় অলিভ অয়েল ব্যবহার করুন৷ এ ছাড়া নিয়মিত হেনা চুলের জন্য উপযোগী৷ কাজের চাপে অনেকের পক্ষেই হয়তো প্রতিদিন এটি ব্যবহার করা সম্ভব নয়৷ তাও সপ্তাহে অন্তত তিন দিন চুলে হেনা ব্যবহার করুন৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here