আবার ক্ষেপনাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

0
339

ম্যাগপাই নিউজ ডেস্ক : উত্তর কোরিয়া একটি সফল স্বল্পমাত্রার স্কাড ব্যালাস্টি ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালিয়েছে যেটিকে বলা হচ্ছে বিগত কয়েক সপ্তাহের মধ্যে তৃতীয় সফল ক্ষেপনাস্ত্র পরীক্ষা।

জাপানের জলসীমায় পৌঁছাবার আগে ক্ষেপনাস্ত্রটি ৪৫০ মাইল পথ পাড়ি দেয়।

উত্তর কোরিয়ার ওনসান থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় এবং অবতরণের আগে প্রায় ছয় মিনিট এটি আকাশে ছিল।

পর্যবেক্ষকরা জানিয়েছেন, এই পরীক্ষার মাধ্যমে এটা পরিস্কার যে ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরিতে উত্তর কোরিয়া ক্রমাগত অগ্রগতি অর্জন করছে।

ক্ষেপনাস্ত্র পরীক্ষার ঘটনায় নিন্দা জানিয়েছে জাপান।  জাপানের মন্ত্রীসভার মুখ্য সচিব ইয়াশিদা সুগা জানিয়েছেন, জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সাদো ও ওকি দ্বীপের মাঝামাঝি এলাকায় ক্ষেপণাস্ত্রটি অবতরণ করেছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রটি ১২০ কিলোমিটার উচ্চতায় উঠেছিল।

প্রসঙ্গত, উত্তর কোরিয়ার উপর সব ধরনের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচীর ব্যাপারে জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপিত রয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের চলমান আগ্রাসন মোকাবিলায় জন্য এই ক্ষেপনাস্ত্র পরীক্ষা কর্মসূচী চালু রাখা প্রয়োজন বলে মনে করে উত্তর কোরিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here