আবার ঘুরে দাঁড়াতে চাই শ্রীলঙ্কা

0
465
Zimbabwe's batsman Craig Ervine (R) survives a run out attempt by wicket keeper Kusal Janith Perera during the fourth tri-nation One Day International (ODI) cricket match between Zimbabwe and West Indies at Queens Sports Club in Bulawayo on November 21, 2016. / AFP / Jekesai Njikizana (Photo credit should read JEKESAI NJIKIZANA/AFP/Getty Images)

ক্রীড়া ডেস্ক: প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৩১৬ রান করেও ছয় উইকেটে হেরে গেছে স্বাগতিক শ্রীলঙ্কা। এই কারণে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তাদের দুই পয়েন্ট কমেছে। এমন অবস্থায় জিম্বাবুয়ের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চাই স্বাগতিক শ্রীলঙ্কা।

আগামীকাল অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। রবিবার গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সোয়া দশটায়।

এই ম্যাচ সামনে রেখে শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ বলেছেন, ‘সবকিছু মাইন্ডসেটের ব্যাপার। একদিনের স্কিল ওয়ার্ক আপনাকে সাহায্য করবে না। আমাদের মাইন্ডসেটে পরিবর্তন আনতে হবে। প্রতিপক্ষ দলের রান কমাতে হবে ও ক্যাচগুলো নিতে হবে’।

গতকাল অনুষ্ঠিত হয়েছে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। এই ম্যাচে শ্রীলঙ্কাকে ছয় উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। ম্যাচটিতে প্রথমে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৩১৬ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। পরে জিম্বাবুয়ে ৪৭.৪ ওভারে চার উইকেট হারিয়ে জয় তুলে নেয়।

শ্রীলঙ্কা একাদশ (সম্ভাব্য): নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), দানুশকা গুনাথিলাকা, কুসল মেন্ডিস, উপুল থারাঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), আসেলা গুনারত্নে, লাহিরু মাদুশানকা, আকিলা ধনঞ্জয়া, লক্ষণ সান্দাকান, দুশমান্থ চামিরা, নুয়ান প্রদ্বীপ।

জিম্বাবুয়ে একাদশ (সম্ভাব্য): সলোমান মায়ার, হ্যামিলটন মাসাকাদজা, ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, রায়ান বার্ল, পিটার মুর (উইকেটরক্ষক), ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), টেন্ডাই সাতারা, ক্রিস এমপোফু/ডোনাল্ড তিরিপানো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here