ইউরোপে মার্কিনিদের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা বাতিল

0
469

ম্যাগপাই নিউজ ডেক্স : ৫ ইইউ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভিসামুক্ত ভ্রমণে সম্মতি দিতে ব্যর্থ হওয়ায় এবার ইউরোপে মার্কিন নাগরিকদের ভিসামুক্ত ভ্রমণ বাতিলের পক্ষে ভোট দিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করেছে।

দেশগুলো হল, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, পোল্যান্ড ও রোমানিয়া। ইইউভুক্ত অন্য ২৩টি দেশের নাগরিকদের মতো ওই পাঁচটি দেশের নাগরিকদের ভিসামুক্ত প্রবেশ মঞ্জুর করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছিল ইউরোপীয় পার্লামেন্ট।

বর্তমানে ইইউভুক্ত দেশগুলোতে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারে মার্কিন নাগরিকরা। বৃহস্পতিবার পার্লামেন্টের এক বৈঠকে ভিসা আরোপ সংক্রান্ত এক প্রস্তাব অনুমোদন করে পার্লামেন্ট সদস্যরা। ইউরোপীয় পার্লামেন্টের বরাত দিয়ে সিএনএন জানায়, আগামী দুই মাসের মধ্যে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করতে কমিশনকে আহ্বান জানানো হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) এক প্রতিবেদনে বলেছে, ইইউভুক্ত ওই পাঁচটি দেশ ভিসামুক্ত ভ্রমণের ক্ষেত্রে মার্কিন আইনের প্রয়োজনীয় বিষয়াদি পূরণ করছে না। তাই ভিসামুক্ত ভ্রমণ কর্মসূচিতে যোগদানের যোগ্য নয় ওই পাঁচটি দেশ।

ইউরোপীয় কমিশন বলেছে, ইইউভুক্ত ওই পাঁচটি দেশের ভিসামুক্ত ভ্রমণ যদি ট্রাম্প প্রশাসন ফিরিয়ে আনে, তাহলে কোনোরূপ দেরি না করেই ইউরোপে মার্কিন নাগরিকদের ভিসামুক্ত প্রবেশ পুনরায় শুরু করবে তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here