
ম্যাগপাই নিউজ ডেক্স : ইতালিতে একটি কর বিরোধ নিরসনে ৩০৬ মিলিয়ন ইউরো সমঝোতা করেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। গতকাল বৃহস্পতিবার ইতালির কর কর্তৃপক্ষ ও গুগল এক বিবৃতিতে একথা জানিয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি গুগলের এক মুখপাত্র বলেছেন, অভিযুক্ত বছরগুলোর কর ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। গুগল আরও ৩০৪ মিলিয়ন ইউরো পরিশোধ করবে।
স্থানীয় গনমাধ্যম সূত্রে জানা যায় ২০১৬ সালে ইতালির কাস্টম গুগলের বিরুদ্ধে ২০০৯-২০১৩ সাল পর্যন্ত ১ বিলিয়ন ইউরো অপরিশোধিত কর থাকার অভিযোগ এনেছিল।
ইতালি কাস্টম ও গুগল জানিয়েছে, তাদের এ সমঝোতায় ২০০২-২০১৫ সালের কর চুক্তির আওতাভূক্ত থাকবে।
ইতালিসহ বেশ কয়েকটি দেশে গুগলের বিরুদ্ধে উপার্জিত আয়ে কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে।
তবে গুগল আগে দাবি করেছিল, তারা যেসব দেশে কাজ করে সেসব দেশের কর আইন মেনেই কাজ করে।