ইন্টারনেটের মূল্য ও গতি

0
347

মুঠোফোনভিত্তিক ইন্টারনেটের মূল্য আগামী ছয় মাসের মধ্যেই হ্রাস পাইবে বলিয়া ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জানাইয়াছেন। ইন্টারনেটের মূল্য লইয়া জনমনে যেই প্রশ্ন বা বিভ্রান্তি রহিয়াছে তাহা দূর করিতে মুঠোফোন অপারেটরসহ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলিকে নির্দেশ দিবার কথা জানাইয়াছেন তিনি। ইন্টারনেট-সেবার সঙ্গে যুক্ত সকল পক্ষকে লইয়া সচিবালয়ে গত বুধবার যেই সভা অনুষ্ঠিত হয়, তাহার পর প্রতিমন্ত্রী এই ঘোষণা দেন। বিটিআরসির সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছয় কোটি ৭২ লক্ষ। ইহার মধ্যে মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছয় কোটি ৩১ লক্ষ। অর্থাত্ শতকরা ৯৪ ভাগ ব্যবহারকারী মুঠোফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করিয়া থাকে। তাই সর্বাধিক ব্যবহারকারীর স্বার্থসংশ্লিষ্ট এই পদক্ষেপ অভিনন্দনযোগ্য। ইহার পূর্বে এপ্রিল মাসেই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এই সংক্রান্ত কস্ট মডেলিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করিয়াছিল। সেবাপ্রদানের খরচ, যথাযোগ্য মুনাফা, গ্রাহকসংখ্যা, সেবার মান ইত্যাদি অনুযায়ী মূল্য নির্ধারণের পদ্ধতি হইল কস্ট মডেলিং। এতদিন মোবাইল ফোন অপারেটরদের নির্ধারিত মূল্যেই গ্রাহকরা মুঠোফোনে ইন্টারনেট ব্যবহার করিয়া আসিতেছিলেন। তাহাতে গ্রাহকস্বার্থ সংরক্ষিত হইতেছিল না। তাই সর্বাধিক ব্যবহারকারীর অধিকার রক্ষার স্বার্থে কস্ট মডেলিংয়ের বিষয়টি সমপন্ন করা অত্যন্ত জরুরি ছিল।

বাংলাদেশে ইন্টারনেটের মূল্য বর্তমানে পৃথিবীর তৃতীয় সর্বনিম্ন। তথাপি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পক্ষ হইতে গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের মূল্য হ্রাস করিবার প্রচেষ্টা চলিতেছে। বিশেষত ইন্টারনেটের মূল্যের সহিত কর ও মূল্য সংযোজন কর হ্রাস করিতে অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করা হইবে। তবে মূল্য হ্রাস পাইলেও সেবার মান উন্নত হইবে কিনা সেই চ্যালেঞ্জ কিন্তু থাকিয়াই যাইবে। কারণ মুঠোফোনে ইন্টারনেট ব্যবহার করিতে গেলে নানান সমস্যা উপস্থিত হয়। মুঠোফোনের মধ্যে ইন্টারনেট ডাটা ব্যবহার করিতে গেলে যেই গতি পাওয়া যায়, তাহা সন্তোষজনক নহে। অবশ্য যাহারা অনেক দামি স্মার্টফোন ব্যবহার করিয়া থাকেন, তাহারা কিছুটা সুবিধা পাইয়া থাকেন এই ক্ষেত্রে। কিন্তু সাধারণ স্মার্টফোনের ক্ষেত্রে শ্লথগতি একটি নিয়মিত অভিজ্ঞতা। অন্যদিকে ইন্টারনেটের গতি কেবল ধীরই নহে, হঠাত্ হঠাত্ ইন্টারনেটের সংযোগও বিচ্ছিন্ন হইয়া যায়। এই সংকটের সমাধান কী?

গ্রাহক বর্তমান মূল্যে হউক কিংবা ভবিষ্যতের হ্রাসকৃত মূল্যে হউক, ইন্টারনেট ডাটা কিনিয়া তাহার যদি সদ্ব্যবহার নাই করিতে পারেন, তবে তাহারা এক ধরনের প্রতারণারই শিকার হইবেন। ইন্টারনেটের সংযোগ পাওয়া তথ্যসমাজের নাগরিকের এক প্রাথমিক অধিকার, কিন্তু দ্রুতগতির ইন্টারনেট পাওয়াও আরেক অধিকার বটে। মূল্যহ্রাসের পাশাপাশি সরকারকে মোবাইল ফোনে দ্রুতগতির ইন্টারনেটের উপর নজর দিতে হইবে। মোবাইল অপারেটররা এইক্ষেত্রে কেন দ্রুতগতির ইন্টারনেট প্রদান করিতে ব্যর্থ হইতেছেন, তাহা খতাইয়া দেখিতে হইবে। পরস্পরের সহিত যোগাযোগই কেবল নহে, মানুষ অফিস-আদালত, ব্যবসা-বাণিজ্যসহ অনেক জরুরি কাজকর্ম এখন কক্ষে বসিয়া ইন্টারনেটের মাধ্যমেই সমপন্ন করিয়া থাকেন। ফলে মুঠোফোনে ইন্টারনেটের গতি বৃদ্ধি পাওয়া প্রয়োজন। আবার বহু মানুষের ইন্টারনেট সংযোগের অন্যতম বা একমাত্র মাধ্যমই হইল মুঠোফোন। তাই মূল্যহ্রাসের পাশাপাশি ইন্টারনেটের গতিবৃদ্ধির বিষয়টিকেও গুরুত্বের সহিত বিবেচনায় লইতে হইবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here