ইবিতে ভর্তি কমিটির অফিসে ছাত্রলীগের ভাংচুরের ঘটনায় তদন্ত কমিটি

0
601

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশেষ কোটায় ভর্তি উপ কমিটির আহবায়ক প্রফেসর ড. শেলীনা নাসরীনের কক্ষে ছাত্রলীগের ভাংচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত প্রেসবাতায় এ তথ্য জানানো হয়েছে।

প্রেসবার্তায় উল্লেখ করা হয়েছে, বুধবার রাতে ব্যবস্থাপনা বিভাগের সভাপতি প্রফেসর ড. মাহবুবুল আরফিনকে আহবায়ক করে তিন সদস্যের এ তদন্ত কমিটি গঠন করেন ভিসি প্রফেসর ড. হারুন উর রশিদ আসকারী।

তদন্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন অর্থনীতি বিভাগের প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও ফোকলোর স্টাডিস বিভাগের সভাপতি প্রফেসর ড. সাইদুর রহমান। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারন সম্পাদক অমিত কুমার দাসের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা প্রফেসর ড. শেলীনা নাসরীনের বিভাগীয় কক্ষে ভাংচুরসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে তান্ডব চালায়।


 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here