ঈদকে সামনে রেখে মণিরামপুরে ভারতীয় পণ্যে সয়লাব

0
422

উত্তম চক্রবর্ত্তী, মণিরামপুর (যশোর): ঈদকে সামনে রেখে মণিরামপুর উপজেলাসহ বিভিন্ন বাজারে চোরাই পথে আসা ভারতীয় পণ্যে সয়লাব হয়ে গেছে। বিভিন্ন দোকানে এই চোরাই পণ্য অবাধে বিক্রি হলেও স্থানীয় প্রশাসন রয়েছে নিরব।
খোজ নিয়ে জানা গেছে, চোরাকারবারিরা ভারত সিমান্ত পার করে যে সমস্ত পণ্যসামগ্রী চোরাই পথে রাজগঞ্জে নিয়ে আসছে তার মধ্যে রয়েছে- থ্রী-পিস, শাড়ী, জিন্স প্যান্ট, শার্ট, পাঞ্জাবী, গেঞ্জি, ইমিটেশনের গহনা, পারফিউম, ফ্রেসওয়াশ, মুখ ফর্সা করার ক্রিম, সাবান, জিরা-মসলা, সেন্ট, পটকা বাজি, পলিথিন, গুড়া দুধ, মোবাইল ফোন, ফেনসিডিলসহ বিভিন্ন সামগ্রী। এসব মালামাল চোরাকারবারিরা রাজগঞ্জে আনার জন্য বিশেষ করে ঝিকরগাছা, বাঁকড়া, খোরদো সড়ক ব্যবহার করছে। মধ্য রাত থেকে শুরু করে শেষ রাত, এর মধ্যেই ভারতীয় মালামাল রাজগঞ্জে আনা হয়। পরে একে একে রাজগঞ্জ বাজারের বিভিন্ন দোকানের চাহিদা মিটিয়ে অন্যস্থানে পৌছে দেয় চোরাকারবারিরা। নাম প্রকাশ না করার শর্তে একজন দোকানদার বলেন, চোরাকারবারিদের কাছ থেকে অনেক সময় মালামাল কিনে বিক্রি করি। তবে ঈদের সময় মালামাল বেশিই নেওয়া হয়। একজন ক্রেতা বলেন, আসন্ন ঈদ উপলক্ষে বাজারের ব্যবসায়ীরা পণ্যসামগ্রীর দাম বেশি নিচ্ছে। ভারতীয় পণ্যের দামও বাজারে বেশি। অল্প আয়ের মানুষেরা এই ঈদের বাজারের পণ্যসামগ্রী কিনতে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে। বাজার মনিটরিং করা খুব জরুরী বলে মন্তব্য সাধারণ লোকদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here