ঈদের আগে অধিকাংশরা বঞ্চিত হওয়ার আশংকায় পাইকগাছায় ১০ ইউপিতে ২৪৬ মেট্রিন টন গম বরাদ্দ

0
376

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা: পাইকগাছায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় ১০ ইউপিতে ১৩ হাজার ৬২২ হতদরিদ্র পরিবারের মাঝে এবার চালের পরিবর্তে ২৪৬ মেট্রিক টন গম বরাদ্দ হলেও সরবরাহ বিঘিœত হওয়ায় ঈদের আগে অধিকাংশ তালিকাভূক্তরা সুবিধাবঞ্চিতের আশংকায় রয়েছে। কর্তৃপক্ষ বলছে, যত বাঁধা হোক ঈদের আগে ৭ ইউপিতে গম বিতরণ করা সম্ভব হবে। গতকাল পর্যন্ত লস্কর, সোলাদানা ও দেলুটি ইউপিতে ৩৪৫৪ দরিদ্র পরিবারে ১৩ কেজি গম বিতরণ করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায় জানিয়েছেন, এ বছর ঈদুল ফিতর উপলক্ষে ১০ ইউপিতে ১৩ হাজার ৬২২ টি পরিবারের মাঝে চালের পরিবর্তে ১৩ কেজি করে ২৪৬ মেট্রিক টন গম বরাদ্দ হয়েছে। তবে সরবরাহে ব্যাঘাত হওয়ায় ঈদের আগে ৭ ও ঈদের পরে বাকী ইউনিয়নে গম বিতরণ করা সম্ভব হবে। শনিবার লস্কর ইউপি চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিন ১২০৮ ও সোলাদানা ইউপি চেয়ারম্যান এস,এম, এনামুল হক ১৩১৬, দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল ৯৩০ দরিদ্র পরিবারের মাঝে গম বিতরণ করেছেন। গড়ইখালী ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, রাড়–লী চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, কপিলমুনি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার জানিয়েছেন, সরবরাহে বিঘিœত হওয়ায় ঈদের আগে উত্তোলন সম্ভব হলেও গম বিতরণ করা অনিশ্চিত হয়ে পড়েছে। খাদ্য গুদাম কর্মকর্তা তরুন বালা জানিয়েছেন, রবিবারের মধ্যে সকল ইউপিতে কর্মসূচির গম পাঠানো সম্ভব হবে বলে জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here