উত্তরবঙ্গে ৭ দফা বাস্তবায়নে ৪৮ ঘণ্টার কর্মবিরতির ডাক

0
403

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : সড়ক ও মহাসড়কে কাগজপত্র পরীক্ষার নামে হয়রানি, ওয়ে স্কেলের নামে চাঁদাবাজি ও অবৈধ যান চলাচল বন্ধসহ সাত দফা দাবিতে আগামী ২১ মে থেকে উত্তরবঙ্গে ৪৮ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছে ট্রাক, ট্র্যাংকলরি, কাভার্ডভ্যান ও পিকআপ মালিক-শ্রমিকরা।

উত্তরবঙ্গ ট্রাক, টাংকলরি, কাভার্ডভ্যান ও পিকআপ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ শনিবার দুপরে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ডাক দেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, ট্রাক, ট্যাংকলরি, পিক আপের কাগজপত্র পরীক্ষার নামে পুলিশ সড়ক ও মহাসড়কে হয়রানি করছে। আবার বিভিন্ন স্থানে স্থাপিত ওয়ে স্কেলের নামে চাঁদাবাজি ও হয়রানি করছে। এগুলো বন্ধ করা না হলে আগামীতে লাগাতর কর্মবিরতির কর্মসূচি দেয়া হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঐক্য পরিষদের আহ্বায়ক আব্দুল মান্নান আকন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here