উত্তর কোরিয়ার উপর হামলা করতে পজিশন নিয়ে নিল মার্কিন বিমানবাহী রণতরী

0
446

ম্যাগপাই নিউজ ডেক্স : যে কোনও মুহূর্তে উত্তর কোরিয়ার উপর হামলা করতে পারে আমেরিকা। মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরি কার্ল ভিনসন শেষপর্যন্ত উত্তর কোরিয়ায় উপর হামলা চালানোর মতো দূরত্বে রাখা হল। এ রণতরির অবস্থান নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে যে ব্যাপক জল্পনা-কল্পনা চলছিল এর মাধ্যমে তার অবসান ঘটল।

এই রণতরি মার্কিন নৌবাহিনীর স্ট্রাইক গ্রুপ ওয়ানের নেতৃত্ব দিচ্ছে। পরমাণু শক্তিধর পিয়ংইয়ংয়ের হুমকির মুখে এই গ্রুপটি ওকিনওয়ার পূর্বে ফিলিপাইন সাগরে অবস্থান নিয়েছে। মার্কিন অ্যাডমিরাল হ্যারি হ্যারিস দেশটির হাউজ আমর্ড সার্ভিস কমিটিকে এই তথ্য দিয়েছেন। পরমাণু শক্তি চালিত কার্ল ভিনসনের সঙ্গে দুটি ডেস্ট্রয়ার এবং একটি গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ক্রুজার রয়েছে। এটি আরও উত্তর দিকে সরবে বলেও জানানো হয়েছে। এই বহরে ডুবোজাহাজ আছে বলেও এর আগের খবরে উল্লেখ করা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here