এক্সিম ব্যাংক ২৭তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতায় উদ্বোধনী দিনে ১৯ টি ম্যাচ সম্পন্ন

0
431

ডি এইচ দিলসান : জমকালো আয়োজনের মধ্যদিয়ে এক্সিম ব্যাংক ২৭তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু হয়েছে। যশোরে প্রথমবারের মত হ্যান্ডবলে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার ভেন্যু হিসেবে শামস্-উল-হুমা স্টেডিয়ামকে সবার দৃষ্টিনন্দন করে সাজানো হয়েছিল। মাঠে উপস্থিত ছিল প্রচুর দর্শক সমাগম। দীর্ঘদিন পর হ্যান্ডবলভক্ত দর্শক ও খেলোয়াড়ারা প্রাণ ফিরে পেয়েছিল। উদ্বোধনী দিনে ১৯টি ম্যাচ সম্পন্ন হয়। তার মধ্যে প্রথম পর্বে সকালে ৯ টি ম্যাচে জয় পেয়েছে মাদারীপুর, বান্দারবান, চুয়াডাঙ্গা, ঢাকা, পটুয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম, পঞ্চগড় ও কুষ্টিয়া জেলা। আর দ্বিতীয় পর্বে বিকালে ১০ টি ম্যাচে জয় পেয়েছে মাদারীপুর, চুয়াডাঙ্গা, দিনাজপুর, নড়াইল, নাটোর, ময়মনসিংহ, বাগেরহাট, সুনামগঞ্জ, নওগা ও হবিগঞ্জ জেলা।

বিকাল সাড়ে তিনটায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জেলা প্রশাসক আশরাফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ খেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর। হ্যান্ডবল পরিষদের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি নুরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবীর, আয়োজক কমিটির সমন্বয়ক হিমাদ্রী সাহা মনি, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শফিয়ার রহমান মল্লিক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক এবিএম আক্তারুজ্জামান। এ অনুষ্ঠান হ্যান্ডবল খেলোয়াড় ওয়াজেদ আলী মোড়ল ও হাসানুজ্জামানকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
খেলায় প্রথম পর্বে সকালে ৯ টি ম্যাচের মধ্যে মাদারীপুর ২৪-১১ গোলের ব্যবধানে বাগেরহাটকে পরাজিত করে। বান্দারবান ৩৩-৭ গোলের ব্যবধানে মেহেরপুরকে পরাজিত করে। চুয়াডাঙ্গা ১১-৩ গোলের ব্যবধানে জামালপুরকে পরাজিত করে। ঢাকা ২৯-৪ গোলের ব্যবধানে লালমনিরহাটকে পরাজিত করে। পটুয়াখালী ১৮-১৪ গোলের ব্যবধানে নারায়নগঞ্জকে পরাজিত করে। চাঁপাইনবাবগঞ্জ ২৫-৪ গোলের ব্যবধানে ফেনীকে পরাজিত করে। চট্টগ্রাম ২৫-৮ গোলের ব্যবধানে বরগুনাকে পরাজিত করে। পঞ্চগড় ২১-৯ গোলের ব্যবধানে নড়াইলকে পরাজিত করে। কুষ্টিয়া ২১-১০ গোলের ব্যবধানে ফরিদপুরকে পরাজিত করে। দ্বিতীয় পর্বে বিকালে ১০ টি ম্যাচের মধ্যে মাদারীপুর ১৮-০৯ গোলের ব্যবধানে নারায়নগঞ্জকে পরাজিত করে। চুয়াডাঙ্গা ৮-১ গোলের ব্যবধানে নওগাকে পরাজিত করে। দিনাজপুর ১৩-৪ গোলের ব্যবধানে বরগুনাকে পরাজিত করে। নড়াইল ২০-৮ গোলের ব্যবধানে জয়পুরহাটকে পরাজিত করে। নাটোর ৮-৬ গোলের ব্যবধানে লালমনিরহাটকে পরাজিত করে। ময়মনসিংহ ১৩-৯ গোলের ব্যবধানে মেহেরপুরকে পরাজিত করে। বাগেরহাট ১৬-১৪ গোলের ব্যবধানে পটুয়াখালীকে পরাজিত করে। সুনামগঞ্জ ২৯-১৬ গোলের ব্যবধানে ফরিদপুরকে পরাজিত করে। নওগা ১২-১১ গোলের ব্যবধানে জামালপুরকে পরাজিত করে। হবিগঞ্জ ৮-৭ গোলের ব্যবধানে ফেনীকে পরাজিত করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here