‘এখানেই ডটকম’ বন্ধ হচ্ছে কাল

0
352

প্রযুক্তি ডেস্ক : দেশের অন্যতম ক্লাসিফায়েড মার্কেটপ্লেস এখানেই ডটকম আগামীকাল ১৭ জুন বন্ধ হয়ে যাচ্ছে। ১৬ মে মঙ্গলবার টেলিনরের অফিসিয়াল ওয়েবসাইটে এখানেই ডটকম বন্ধের ঘোষণা দেয়া হয়। তবে কী কারণে ওয়েবসাইটটি বন্ধ করা হচ্ছে সে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এখানে ডটকমের প্রধান অংশীদার গ্রামীণফোনের মালিকানাধীন প্রতিষ্ঠান টেলিনর হলেও এর আরও দুই অংশীদার রয়েছে। এগুলো হলো শিবস্টেড, নেসপারস।

২০০৬ সালে ‘সেলবাজার ডটকম’ নামে যাত্রা শুরু করে এই ক্লাসিফাইড ওয়েবসাইটটি। ২০১৪ সালের ৩ জুন ‘এখানেই ডটকম’ নামে রি-ব্রান্ডিং শুরু হয়।একই বছরে ১৩ নভেম্বর আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল এখানেই ডটকম ও ওএলএক্স একীভূত হতে চলেছে।

টেলিনরের ওয়েবসাইটে বলা হয়েছে, এখানেই ডটকমের সকল কর্মী তাদের কোম্পানি পলিসি অনুযায়ী যাবতীয় দেনা-পাওনা, ভাতা এবং অন্যান্য সুবিধা পাবেন।

যদিও এখন পর্যন্ত এখানেই ডটকম ওয়েবসাইটে বন্ধের কোনো নোটিশ দেয়া হয়নি।

এব্যাপারে এখানেই ডটকমের স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here