এবার ইউটিউবে ঝড় তুলেছে ডেসপাসিটোর আরবি ভার্সন! (ভিডিও)

0
471

জলসা ডেস্ক: ইউটিউবে লুইস ফনসির স্প্যানিশ গান ডেসপাসিটোর মিউজিক ভিডিওটি ব্যাপক সারা ফেলেছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি আরব বিশ্বে এই গানটির আরবি সংস্করণ বের হয়েছে। গানটির আরবি সংস্করণ প্রকাশ পাওয়ার পর থেকেই বলা যায় ঝড় উঠেছে সেখানে।

দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশে বরকে যৌতুক দেওয়া হয়, ওমানে এর প্রচলন ঠিক উল্টোটা। সেখানে বিয়ের সময় বরকেই মোটা অংকের যৌতুক দিতে হয়। মূলত এই প্রথাকে ব্যাঙ্গ করতেই ওমানের এক র‍্যাপ সঙ্গীতশিল্পী গানটির আরবি ভার্সন গেয়েছেন। মাত্র এক সপ্তাহে ইউটিউবে ডেসপাসিটোর আরবী ভার্সনটি ২৩ লক্ষেরও বেশিবার দেখা হয়েছে।

ইউটিউবে দেখার পাশাপাশি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও এই গানটি নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছে। যৌতুকের সমস্যাকে চমৎকার মিউজিক ভিডিওর মাধ্যমে তুলে আনার জন্য অনেকেই গানটার ভূয়সী প্রশংসা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here