এবার টাইগারদের প্রশংসায় শেন বন্ড

0
355

ক্রীড়া ডেস্ক : ক্রিকেট বিশ্বে এখন সব আলোচনা-সমালোচনা-গবেষণাই বাংলাদেশকে নিয়ে। প্রথমবারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠেছে টাইগাররা। সেই সাথে আছে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব-মাহমুদউল্লাহর রেকর্ড গড়া ২২৪ রানের জুটি। স্মৃতিময় কার্ডিফে শুক্রবার (৯ জুন) নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে নিজেদের যোগ্যতার শেষ তীরটি ছুড়েছে টাইগাররা। আর তাতেই বিশ্ব ক্রিকেটের প্রশংসায় ভাসছে মাশরাফিবাহিনী। আর সেই তালিকায় এবার নাম লেখালেন নিউজিল্যান্ডের সাবেক ফাস্ট বোলার শেন বন্ড।

কার্ডিফে শুক্রবার ২৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩৩ রানেই চার উইকেট হারায় বাংলাদেশ। এরপর সাকিব-মাহমুদউল্লাহর জোড়া সেঞ্চুরিতে টাইগারদের পাঁচ উইকেটের জয়। এমন দুঃসাহসিক জযের পর সাবেক ব্ল্যাক ক্যাপ ফাস্ট বোলার শেন বন্ড বলেছেন, ‘৩৩ রানে চার উইকেট হারানোর পর বাংলাদেশ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তা সত্যিই অবিশ্বাস্য। চরম ধৈর্য্যর পরীক্ষা দিয়েছে তারা। গেল চার-পাঁচ বছর ধরে বাংলাদেশকে ঘরের মাটিতে হারানো রীতিমতো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের কৃতিত্বের কথা নতুনভাবে বলার কিছু নেই। শুধু দেশেই না, দেশের বাইরেও তারা যথেষ্ঠ উন্নতি করেছে। এটা কোচ চান্দিকা হাতুরুসিংহের ধারাবাহিক উন্নতির ফল। ‘

এছাড়া, দলের তরুণ ক্রিকেটারদের প্রশংসা করে ৪২ বছর বয়সী বন্ড আরে বলেন, ‘বাংলাদেশ শিবিরে বেশ কিছু তরুণ প্রতিভাবান ক্রিকেটার আছেন। বাংলাদেশকে সেমিফাইনালে পা রাখতে সাহায্য করেছেন এই তরুণ ক্রিকেটাররাই। যেকোনো কন্ডিশনেই কঠিন প্রতিপক্ষ হিসেবে নিজেদের প্রমাণের চেষ্টায় রয়েছে বাংলাদেশ। বিশ্ব ক্রিকেটের জন্য যা দারুণ এক সংবাদ। ‘

সূত্র: হিন্দুস্তান টাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here