এবার বর্ষা মৌসুমের আগেই নদীগুলো খননের কাজ শুরু হবে – পানিসম্পদ মন্ত্রী

0
496

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার সকােল যেশার জেলা প্রশাসকের কার্যালয়ে ভবদহ অঞ্চলের জলাবদ্ধতার দীর্ঘমেয়াদী সমাধানকল্পে আয়োজিত জাতীয় কর্মশালার আয়োজন করা হয়। কর্ম শালায় প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, এবার বর্ষা মৌসুমের আগেই নদীগুলো খননের কাজ শুরু হবে, সরকার নদী থেকে অবৈধ দখলদার উচ্ছেদে আন্তরিক। কারণ, বাংলাদেশকে বাঁচাতে হলে, মধ্যম আয়ের দেশে উন্নীত হতে হলে আমাদের নদীকে বাঁচাতে হবে। তিনি বলেন, নদীর সঙ্গে উন্নয়নের সম্পর্ক রয়েছে। এজন্য সামাজিক সচেতনতা জরুরি এবং এটা আমাদের প্রধান শক্তি হওয়া উচিৎ।
জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য।
এ কাজে স্থানীয়দের সম্পৃক্ত করা হবে বলে জানান তিনি। এছাড়া টিআরএম করার ফলে যারা ক্ষতিগ্রস্তদের নিজ নিজ এলাকায় ক্ষতিপূরণের পরিশোধের ব্যবস্থা করা হবে বলে ঘোষণা দেন তিনি।
সভায় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক জাহাঙ্গীর কবীর প্রকৌশলীসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, যশোরের অভয়নগর, মণিরামপুর ও কেশবপুর উপজেলার ভবদহ সংলগ্ন এলাকার জনপ্রতিনিধি এবং ভবদহ আন্দোলন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here