এবার যুক্তরাষ্ট্রে সিরিজ হামলায় পুলিশসহ নিহত ৪

0
428

ম্যাগপাই নিউজ ডেক্স : যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে বন্দুকধারীদের সিরিজ হামলায় এক পুলিশসহ কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন এক হামলাকারীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

বুধবার ৩টি পৃথক স্থানে এ সিরিজ হামলা চালানো হয়েছে। ওই দিন স্থানীয় সময় দুপর সাড়ে বারোটার দিকে স্থানীয় রথচাইল্ড এলাকার ম্যারাথন সেভিংস ব্যাংকের শাখায় প্রথম হামলা চালানো হয়। রথচাইল্ডে হামলাকারীর গুলিতে ২ ব্যক্তি নিহত হয়।

এর ঠিক ১০ মিনিট পরেই স্থানীয় একটি আইনি পরামর্শ কেন্দ্রেও হামলার ঘটনা ঘটে। এখানে নিহত হন ১ জন।

দুপুর দেড়টা নাগাদ তৃতীয় হামলাটি হয় ওয়েসটন এলাকার একটি অ্যাপার্টমেন্ট ভবনে। এখানে হামলাকারীর গুলিতে একজন পুলিশ কর্মকর্তা নিহত হন। পুলিশের সঙ্গে হামলাকারীর গুলি বিনিময় হয়। পুলিশের গুলিতে হামলাকারী আহত হলে, সেখান থেকে তাকে আটক করে হাসপাতালে পাঠানো হয়। হামলাকারী ও নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

তবে স্থানীয় মেট্রোপলিটন পুলিশ প্রধান ওয়ালি স্পার্কস জানান, প্রাথমিক তদন্ত শেষে ধারণা করা হচ্ছে পারিবারিক বিবাদের জেরে এ সিরিজ হামলার ঘটনা ঘটেছে। আটক হামলাকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত তদন্ত শেষেই প্রকৃত কারণ জানা যাবে।

সূত্র: ফক্স নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here