ক্রীড়া প্রতিবেদক : যশোর ও খুলনার এস এস সি ২০০৭ এবং এইচ এসসি ২০০৯ সালের বন্ধুদের প্রীতি টি-২০ ক্রিকেট ম্যাচে ৭৭ রানের বিশাল জয় পেয়েছে খুলনা। শুক্রবার যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নামে নির্ধারিত ২০ ওভারে ২০৩ রান করে মাঠ ছাড়ে। জবাবে জয়ের লক্ষে মাঠে নেমে সবকটি উইকেট হারিয়ে ১২৬ রানে ম্যাচ গুটিয়ে সাজ ঘরে ফেরে যশোর।
এর আগে প্রীতি ম্যাচের উদ্বোধন করেন যশোর জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারন সম্পাদক এবিএম আখতারুজ্জামান।