ওয়ার্ণারের ব্যাটে নাইটদের দর্পচূর্ণ

0
397

ক্রীড়া ডেক্স : ২১০ রান তাড়া করতে নেমে ৭ উইকেটে ১৬১ রানে থেমে গেল কলকাতা নাইট রাইডার্স৷ একাই লড়লেন রবিন উথাপ্পা৷ যা কিং খানের দলের জন্য যথেষ্ট ছিল না৷ ২৮ বলে ৫৩ রানের ইনিংস খেলেন রবিন৷ মণিশ পান্ডে করলেন ৩৯৷ ৪৮ রানে ম্যাচে জিতে নিল সানরাইজার্স হায়দরাবাদ৷ এই হারের পরও ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে প্রথম স্থানেই থাকল কলকাতা নাইট রাইডার্স৷ আর ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে সানরাইজার্স হায়দরাবাদ৷ ৷ ৫৯ বলে ১২৬ রানের বিস্ফোরক ইনিংস খেলে ম্যান অফ দ্য ম্যাচ সানরাইজার্সের ক্যাপ্টেন ডেভিড ওয়ার্ণার৷

২০ ওভারে নাইট রাইডার্স১৬১ /৭৷

গ্র্যান্ড‘হোম আউট…৷

শেলডন জ্যাকসন আউট…৷

১৮ ওভার শেষে কলকাতা ১৪৯/৫৷

পাঠান আউট…৷ ১৩ বলে ১২ রান করে ডাগ-আউটে৷ কলকাতা ১৩০/৫৷
১৫ ওভারের শেষে শাহরুখের দল ১২২/৪৷ জয়ের জন্য নাইটদের দরকার ৩০ বলে ৮৮রান৷

ক্রিজে ইউসুফ পাঠান ও শেলডন জ্যাকসন

উথাপ্পা আউট…৷ দুরন্ত ফর্মে থাকা ডেঞ্জারম্যান নাইট ব্যাটসম্যানকে ডাগ-আউটে পাঠিয়ে ম্যাচ প্রায় পকেটে পুরলেন ওয়ার্ণাররা৷ ২৮ বলে ৫৩ রান করলেন তিনি৷

হেনরিকের ওভারে ১৭ রান নিলেন উথাপ্পা ও পাঠান৷

উথাপ্পা ফিফটি…৷২৫ বলে হাফ-সেঞ্চুরি রবিনের৷

ক্রিজে এলেন ইউসুফ পাঠান৷

মণিশ পান্ডে আউট…৷ ২৯ বলে ৩৯ রান করে ডাগ-আউটে৷ কলকাতা ১১ ওভারের শেষে ৯০/৩৷

২১০ রান তাড়া করতে নেমে ১০ ওভারে দু’উইকেটে মাত্র ৮২ রান তুলল নাইট রাইডার্স৷

রশিদ খানের ওভারে ১৪ নিলেন নাইট ব্যাটসম্যানরা৷
বৃষ্টি পর প্রথম ওভার৷ বল করতে এলেন হেনরিকে৷ এই ওভারে ছ’রান দিলেন তিনি৷

এরপর খেলা না হলে ডার্ক-ওয়ার্থ লুইস নিয়মে জিতে যাবে সানরাইজার্স হায়দরাবাদ৷

ক্রিজে রয়েছেন রবি উথাপ্পা(২২) ও মণিশ পান্ডে(১৮)৷

বৃষ্টির জন্য সাময়িকভাবে খেলা বন্ধ৷
পাওয়ার প্লে শেষে ৪৪ রান তুললো নাইটরা৷

পাঁচ ওভারের শেষে নাইট রাইডার্স ৩৬/ ২

ক্রিজে এলেন মণিশ পান্ডে৷

গম্ভীর আউট…৷ ১১ রানে ডাগ আউটে ফিরলেন কেকেআর ক্যাপ্টেন৷
ক্রিজে গম্ভীরের সঙ্গে রবিন উথাপ্পা৷

নারিন আউট..৷ ১ রানে ডেঞ্জারম্যানকে ডাগ-আউটে ফেরালেন শিরাজ৷ কেকেআর ৯/১৷

সানরাইজার্সের বোলিং ওপেন করলেন ভুবনেশ্বর কুমার৷

ইডেনে সানরাইজার্সের সূর্য ডোবানোর পর এবার হায়দরাবাদে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামল নাইটরা৷ ২১০ রান তাড়া করতে ক্রিজে নাইটেদর দুই ওপেনার গম্ভীর ও নারিন৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here