নিজস্ব প্রতিবেদক : এবার ৯ দিনব্যাপী মধুমেলার আয়োজন করবে যশোর জেলা প্রশাসন। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০ তম জন্মবার্ষিকী উদযাপনের লক্ষ্যে বৃহস্পতিবার কালেক্টরেটের অমিত্রাক্ষর সভাকক্ষে প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ১৯ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত ৯ দিনব্যাপী মাইকেল স্মরণ মেলা আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার সভাপতিত্বে সভায় মতামত ব্যক্ত করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, প্যানেল মেয়র মোকছিমুল বারি অপু, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা, প্রবীণ শিক্ষাবিদ ডক্টর মুস্তাফিজুর রহমান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোর জেলা শাখার সভাপতি হারুন অর রশীদ, জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দীপংকর দাস রতন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম আরাফাত হোসেনসহ জেলা ও কেশবপুর উপজেলার সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।