“কলারোয়া সীমান্তে ৫ মন ভারতীয় গরুর মাংস উদ্ধার করেছে বিজিবি”

0
412

আরিফুজ্জামান আরিফ: সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ভারতীয় গরুর মাংস উদ্ধার করেছে বিজিবি।

বুধবার ১০টার দিকে উপজেলার উত্তর ভাদিয়ালী সীমান্ত থেকে বস্তাভর্তি ওই মাংস উদ্ধার করেছে মাদরা বিওপির বিজিবি।

বিজিবি জানায়- উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের উত্তর ভাদিয়ালী গ্রামের সীমান্তবর্তী সোনাই নদীর পাড় থেকে ভারত থেকে চোরইপথে আসা কয়েকটি বস্তাভর্তি(২০০কেজি) গরুর মাংস উদ্ধার করেছে মাদরা বিওপির টহলরহ বিজিবি। বস্তাভর্তি গরুর মাংস গুলো সোনাই নদীর ওপার ভারত সীমান্ত থেকে দড়ি বেধে পানির মধ্য দিয়ে টেনে বাংলাদেশ সীমান্তে আনা হয়েছিল বলে বিজিবি জানায়।
তবে এসময় কেউ আটক হয়নি। উদ্ধারকৃত গরুর মাংসের ওজন ২’শ কেজি। বিকালে দিকে মাদরা বিওপির কোম্পানি কমান্ডার ফিরোজ হোসেনের উপস্থিতিতে উদ্ধারকৃত মাংস মাটিতে পুতে ফেলা হয়। এসময় সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ইউপি সদস্য আবুল হাশেম প্রমুখ উপস্হিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here