কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন সৌদিসহ চার দেশের

0
344

ম্যাগপাই নিউজ ডেক্স : সন্ত্রাসে মদদ দেয়ার অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব, মিশর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। এসব দেশগুলোর দাবি, মুসলিম ব্রাদারহুডসহ সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহায়তা দিচ্ছে কাতার। সোমবার বিবিসি এ খবর প্রকাশ করেছে।

এরইমধ্যে জল, স্থল ও আকাশসীমা- সবদিক দিয়েই কাতারের সঙ্গে যোগাযোগ ছিন্ন করেছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ এ তথ্য জানিয়েছে। এসপিএ আরও জানায়, সন্ত্রাসবাদ ও চরমপন্থীদের কাছ থেকে দেশকে নিরাপদ রাখতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কাতারের সঙ্গে আকাশ ও নদীপথে সবযোগাযোগ বন্ধ করেছে মিশর। দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

সংযুক্ত আরব আমিরাত ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার জন্য কাতারের কূটনীতিকদের নির্দেশ দিয়েছে। আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াম জানিয়েছে, কাতার সন্ত্রাস, চরমপন্থী ও বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলিকে সহায়তা দিচ্ছে।

বাহরাইনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বলেছে, কাতার বাইরাইনের নিজস্ব কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থায় প্রভাব খাটিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এজন্য তারা কাতারের সঙ্গে যোগাযোগ ছিন্ন করেছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here