কাতার বিশ্বকাপ ২০২২: এই প্রথম বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করবেন যে নারী রেফারি

0
51

স্পোর্টস ডেক্স : কাতার বিশ্বকাপের আর মাত্র কয়েকদিন বাকী এবং এরই মধ্যে এবারের বিশ্বকাপ নতুন যুগের সূচনা করতে যাচ্ছে। এই প্রথম বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করবেন নারী রেফারিরা।

আফ্রিকা কাপ অব নেশন্সের একটি ম্যাচ পরিচালনার মাধ্যমে রুয়ান্ডার সালিমা মুকাসাংগা এরই মধ্যে ইতিহাস সৃষ্টি করেছেন। এবার তিনি সেই একই কাজ করবেন বিশ্ব পরিসরে। বিবিসির সেলেস্টাইন কারোনি কথা বলেছেন তার সঙ্গে ।