কাবুলে দুতাবাসে স্ফোরণে নিহত কমপক্ষে ৪৯

0
379

নিজস্ব প্রতিবেদক : কাবুলে ভারতীয় দূতাবাস থেকে মাত্র ৫০মিটার দূরে ভয়াবহ বিস্ফোরণ ৷ এই বিস্ফোরণে নিহত কমপক্ষে ৪৯ জন৷ আরও মৃত্যুর আশঙ্কা থাকছে৷ জানাচ্ছে আফগান সংবাদ মাধ্যম৷বিস্ফোরণে অনেকে আহত হয়েছেন কমপক্ষে তিনশ জন৷ তাদের অবস্থা গুরুতর৷ ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে৷ বিস্ফোরণ স্থলের কিছু দূরেই আছে জাপানের দূতাবাস৷

এদিকে নশকতার পর ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ট্যুইট করে জানিয়েছেন ভারতীয় দূতাবাসের সকলেই সুরক্ষিত রয়েছেন৷
তবে এখনও পর্যন্ত জানা যায়নি কে বা কারা রয়েছে এই বিস্ফোরণের পিছনে৷ সূত্রের খবর, ভারতীয় দূতাবাস এর টার্গেট ছিল না, কারণ যেখানে বিস্ফোরণ হয়েছে তা প্রেসিডেন্টের ভবন থেকে বেশি দূরে নয়, এবং কাছাকাছি আরও বেশ কিছু দূতাবাস রয়েছে৷ এখনও পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি৷
প্রসঙ্গত, এর আগে গত ১৩মার্চ কাবুলে একটি গাড়ির মধ্যে বিস্ফোরণে তিন জন প্রাণ হারায়৷ আবার মার্চেই কাবুলের সেনা হাসপাতালে চিকিৎসকের বেশ ধারণ করে জঙ্গিরা হামলা চালিয়েছিল৷ প্রাণ হারিয়েছিল অনেকেই৷ এই ঘটনার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেট, যা আফগানিস্তানে ক্রমশই নিজের পরিধি বিস্তারে সচেষ্ট৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here