কার্ডিফের স্মৃতি নিয়েই মাঠে নামবে টাইগাররা

0
368

ক্রীড়া ডেস্ক : এক যুগ আগে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। দুরন্ত আশরাফুল তুলে নিয়েছিলেন সেঞ্চুরি আর পেসার তাপস বৈশ্যর নামের পাশে ছিল তিন উইকেট। ফলাফল- অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের পাঁচ উইকেটের জয়। দীর্ঘ ১২ বছর আজ সেই স্মৃতি নিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে লাল-সবুজ জার্সিধারীরা। এমনটাই জানালেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

দ্য ওভালে ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বের বড় অংশজুড়ে সেই স্বরণীয় ম্যাচ। ওই দলে ছিলেন মাশরাফি নিজেও। কাজটা কতটা কঠিন সেটাও জানা তার। এ ব্যাপারে টাইগার অধিনায়ক বলেন, ‘কার্ডিফের ঘটনা ১২ বছর আগের। কাল (আজ) নতুন একটা দিন শুরু হতে যাচ্ছে। অবশ্যই ওই সুখস্মৃতিটা কাজে দেবে। আত্মবিশ্বাস নিয়েই কাল (আজ) অস্ট্রেলিয়ার বিপক্ষে নামবো, নিজেদের সেরা দল নিয়েই নামবো। আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করবো। ’

কার্ডিফে বল হাতে সবচেয়ে সফল হয়েছিলেন তাপস বৈশ্য। ম্যাচে মাশরাফি দশ ওভার বল করে খরচ করেছিলেন মাত্র ৩৩ রান। পেয়েছিলেন এক উইকেট। ম্যাচে মাশরাফির প্রাপ্তি বলতে ছিলো ওই সময়ের বিশ্বসেরা ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলা।

সংবাদ সম্মেলনে ম্যাচের স্মৃতি রোমন্থন করতে গিয়েও ওই ঘটনার কথাই বললেন মাশরাফি, ‘এই মুহূর্তে শুধু গিলক্রিস্টকে আউট করার কথাই মনে আছে। আমাদের জন্য অসাধারণ একটা মুহূর্ত ছিল সেটা, আমার জন্যও। কিন্তু দল এখন অনেক পরিবর্তিত। আমরা অনেক ভালো ক্রিকেট খেলছি। দেখা যাক কি হয়। ’

এদিকে, চ্যাম্পিয়নস ট্রফির চলমান আসরের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দ্য ওভালের একই ভেন্যুতে খেলেছে বাংলাদেশ। ওই ম্যাচে ৩০৬ রানের লক্ষ্য দিয়েও হারতে হয়েছে মাশরাফি-সাকিবদের। এ প্রসঙ্গে সতর্ক মাশরাফি বলেন, ‘যদি একই পিচে খেলতে হয় তাহলে কিছু সাহায্য পাওয়া যাবে। অন্তত আমরা এখন জানি ওই উইকেটে কত রান করলে লড়াই করা যাবে, অথবা কত রান করতে হবে। ’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here