কালীগঞ্জে দুই বিঘা জমির লাউ ও চালকুমড়ার গাছ কেটে দিলো দুর্বৃত্তরা

0
483

প্রতিনিধি ঝিনাইদহ : ফসলের জমি নিয়ে ব্যাপক ক্ষতি করে এমন আবার কেমন শত্রুতা। ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার পারশ্রীরামপুর মাঠে প্রায় দুই বিঘা জমির লাউ ও চালকুমড়ার গাছ কেটে দিলো দুর্বৃত্তরা। কালীগঞ্জ পৌরসভার পারশ্রীরামপুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে আব্দুল আলীম জানান মাঠে প্রায় ২ বিঘা জমির উপর লাউ ও চালকুমড়া লাগানো হয়। গাছ বড় হয়ে এক দিন পর একদিন শতাধিক পিচ লাউ ও ২ শতাধিক কুমড়া বিক্রয় করে থাকে। প্রতিটি লাউ ১৫ টাকাএবং প্রতিটা চালকুমড়া ১০ টাকা করে ১২ টাকা বিক্রয় করা হয়। কে বা কারা শত্রুতা বশত টালের তার কেটে দেওয়ার কারনে টাল সম্পূর্ণ ভাবে মাটিতে পড়ে যায়।

এতে করে লাউ ও চালকুড়ার জালি বৃষ্টির পানিতে পড়ে নষ্ট হয়ে যায়। টাল মাটিতে পড়ে থাকার কারনে লাউয়ের ও চালকুমড়ার গাছের অনেক ক্ষতি হয়ে যায়। কৃষক আব্দুল আলীম আরও জানান, দুই বিঘা জমির উপর খুবই পরিশ্রমের মধ্যে দিয়ে প্রায় ৩০ হাজার টাকা খরচ করে আবাদ তৈরী করেছিলাম। যখন বিক্রয় যোগ্য হয়ে গড়ে উঠলো একদিন পর পর আবাদ থেকে প্রায় ৩ থেকে ৪ হাজার টাকা বিক্রয় করেছি। তিনি এটা বানিজ্যিক ভাবে চাষ করেছিলেন। ধারনা করেছিলেন এ আবাদে তিনি অনেকটা লাভবান হবেন । কিন্তু শেষ পর্যন্ত শত্রুতার কবলে পড়ে শেষ সম্বলটাও থাকল না ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here