কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে অর্ধশতাধিক রাষ্ট্রের সমর্থন

0
300

ম্যাগপাই নিউজ ডেস্ক : কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন বন্ধে ভারতের প্রতি আহ্বান জানিয়ে এই ইস্যুতে পাকিস্তানের অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে চীন ও তুরস্কসহ অর্ধশতাধিক রাষ্ট্র।

মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি অভিযোগ করার পর এক বিবৃতি দেয় দেশগুলো। খবর আনাদোলু এজেন্সি ও দ্য নিউজের।

এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী কুরেশি এক টুইট বার্তায় বলেন, কাশ্মীর ইস্যুতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে পাকিস্তান আজ (মঙ্গলবার) ৫০টিরও বেশি রাষ্ট্র ঐতিহাসিক যৌথ বিবৃতি দিয়েছে।
এ ঘটনাকে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে পাকিস্তানের সবচেয়ে বড় সাফল্য হিসেবে আখ্যায়িত করেন তিনি।

কুরেশি বলেন, যৌথ বিবৃতিতে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে মানবাধিকার লঙ্ঘন বন্ধে ভারতে প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ এবং ওআইসি’র অর্ধশতাধিক রাষ্ট্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here