কেশবপুরে কাল বৈশাখী ঝড়ে কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি

0
449

নিজস্ব প্রতিবেদক:যশোরের কেশবপুরে কাল বৈশাখী ঝড়ে কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। রোববার রাতের আকস্মিক কাল বৈশাখী ঝড়ে পৌর সভাসহ উপজেলার ১১টি ইউনিয়নে কৃষকের বোরো ধান ও আমের অফুরন্ত ক্ষতি হয়েছে। পৌর সভার আলতাপোল গ্রামের কৃষক আব্দুল আজিজ বলেন, রোববার রাতের আকস্মিক কাল বৈশাখী ঝড় ও বৃষ্টির পানিতে ক্ষেতে কেটে রাখা বোরা ধান ভিজে ব্যপক ক্ষতি হয়েছে। উপজেলার ভবানিপুর গ্রামের কৃষক রহমান ও আলতাপোল তালতলা গ্রামের আব্দুল হাকিম বলেন, তাদের মাঠের পাকা ধান ঝড়ে পড়ে ক্ষতি হয়েছে। গড়ভাঙ্গা গ্রামের কৃষক অয়ুব ও হাসানপুর গ্রামের মিলন দাস কলেন, তাদের আম বাগানের কাচা আম পড়ে অফুরন্ত ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা জানান, কাল বৈশাখী ঝড় ও বৃষ্টিতে ৫০ হেক্টর জমির ধান পড়ে গেছে। তাছাড়া বৃষ্টির পানিতে ক্ষেতে কেটে রাখা পাকা ধান ভিজে ক্ষতি হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here