কেশবপুরে তিন দিন ব্যাপী বৈশাখী মেলা শুরু

0
443

নিজস্ব প্রতিবেদক,কেশবপুর(যশোর) : যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন দিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করাসহ অতিথি শিল্পীদের আগমন নিশ্চিত করা হয়েছে। বর্ণিল সাজে সাজানো হয়েছে ঐতিহ্যবাহী কেশবপুর পাবলিক ময়দান। এবারই প্রথম কোন আলোচনা সভা ছাড়াই উদযাপন করা হচ্ছে বৈশাখী মেলা।
অনুষ্ঠান সূচীর মধ্যে প্রথম দিন শুক্রবার সকালে মঙ্গল প্রদীপ প্রজ্বলন,বর্নাঢ্য মঙ্গল শুভাযাত্রা,শিশু আনন্দ মেলা,দ্বিতীয দিন শনিবার পুতুল নাচ,সেরা রাঁধুনী প্রতিযোগীতা,সমাপনী দিনে আর জে নীরব ও লাবণ্য লিজার উপস্থাপনায় ক্লোজ-আপ ওয়ান তারকা বিউটি ও অপু এবং সেরা কন্ঠ তারকা ঐশি সঙ্গীত পরিবেশন করবেন। ইতি মধ্যে বৈশাখী মেলা উপলক্ষে পাবলিক ময়দানে ৭০ টি বিভিন্ন ধরনের ষ্টল বসানো হয়েছে। । এ ব্যাপরে উপজেলা র্নিবাহী অফিসার শরীফ রায়হান কবির বলেন, ৩ দিনের মেলা সম্পন্ন করতে পর্যাপ্ত পুলিশ,আনছার মোতায়নসহ মাঠের বিভিন্ন স্থানে ৮টি সি সি ক্যামেরা বসানো হয়েছে। বৈশাখী মেলায় কোন আলোচনা সভা না রাখায় কেশবপুরে তীব্র সমালোচনা শুরু হয়েছে। এ ব্যাপারে নাগরিক সমাজের আহবায়ক অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দীক বলেন, বৈশাখী মেলায় আলোচনা সভা না রাখা খুবই দু;খ জনক, এ বিষয়ে নাগরিক সমাজ সহ কেশবপুরের সর্বস্তরের মানুষের ভেতর তীব্র সমালোচনা শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here