কেশবপুরে পূর্বশত্র“তায় পাটকাঠির গাদায় অগ্নিকান্ড

0
382

নিজস্ব প্রতিবেদক,কেশবপুর(যশোর) : যশোরের কেশবপুর উপজেলার মেহেরপুর গ্রামে পূর্বশত্র“তায় এক কৃষকের পাটকাঠির গাদায় আগুন লাগিয়ে দিলে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি সাধিত হয়। এ ঘটনায় ২৭ ফেব্র“য়ারী কৃষক আক্তারুল মোড়ল বাদি হয়ে ৩ জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দাখিল করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মেহেরপুর গ্রামের আব্দুল করিম মোড়লের ছেলে আক্তারুল মোড়লের সাথে একই গ্রামের তরিকুল সরদারের ছেলে শিমুল হোসেনের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গত ২১ ফেব্র“য়ারী গভীর রাতে শিমুল হোসেনগংরা আক্তারুল মোড়লের বাড়ির পাশে রাখা পাটকাঠির গাদায় আগুন ধরিয়ে দেয়। এ সময় বাঁধা দিতে গেলে আক্তারুলকে ভয়ভীতি ও হুমকি দিয়ে তাড়িয়ে দেয়া হয়। এদিকে, ২২ ফেব্র“য়ারী রাতে আক্তারুল প্রতিদিনের ন্যায় তার ইরি ক্ষেতের জমিতে পানি দেয়া শেষে টোং ঘরে ঘুমিয়ে ছিল। রাত ৩টার সময় শিমুল হোসেনের নেতৃত্বে ৩/৪ জন যুবক বাঁশের লাঠি নিয়ে ওই টোং ঘরে হামলা চালিয়ে আক্তারুল মোড়লকে এলোপাতাড়িভাবে পিটিয়ে গুরুতর জখম করে। এলাকাবাসি তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। আসামীরা হলো, তরিকুল সরদারের ছেলে শিমুল হোসেন (২৫), সোহরাব মোড়লের ছেলে জিয়ারুল ইসলাম (২৪) ও তরিকুল মোড়লের ছেলে সাগর মোড়ল (২২)।
এ ব্যাপারে শিমুল সরদার জানান, কারা তার পাটকাঠির গাদায় আগুন লাগিয়েছে তা আমি জানি না। সে মিথ্যা কথা বলে আমাকে হয়রানি করছে।
কেশবপুর থানার ওসি সহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here