কেশবপুরে ভিক্ষুক মুক্ত ও পূর্ণবাসন কর্মসুচির উদ্বোধন

0
515

নিজস্ব প্রতিবেদক,কেশবপুর(যশোর) : যশোরের কেশবপুর উপজেলাকে ভিক্ষুক মুক্ত করণ ও পূর্ণবাসন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি বলেছেন, আওয়ামীলীগ সরকার উন্নযনের পাশাপাশি সমাজের হত দরিদ্র মানুষের জন্য কাজ করে চলেছে। বৃহষ্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ রায়হান কবীরের সভাপতিত্বে কেশবপুরস্থ আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা প্রশাসক ড.হুমাযুন কবীর,কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ,ইউপি চেয়ারম্যান আবু বকর আবু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মহাদেব সানা, সমাজ সেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমি আক্তার প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার তালিকাভুক্ত ৩৬৯ জন ভিক্ষুককে বিভিন্ন পেশায় আত্মনিয়োজিত করার জন্য বিভিন্ন উপকরণ তুলে দেয়া হয়। একই অনুষ্ঠানে মন্ত্রী উপজেলার ৭৮০জন প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের মধ্যে উপসী ও নেরিকা আউশ ধানের বীজ ,সার ও মোবাইল ব্যাকিংয়ের মাধ্যমে অর্থ সহায়তা প্রদান করেন।্ উপজেলা কৃষি কর্মকর্তা মহাদেব সানা জানান, মোট ৩ লাখ ৮৪ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here