কেশবপুরে মাদকসহ ভারতীয় পন্যে সয়লাব পুলিশের নাম ভাঙ্গিয়ে অর্থ আদায়ের অভিযোগ

0
561

নিজস্ব প্রতিবেদক,কেশবপুর(যশোর) : যশোরের কেশবপুরে মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিরা র্নিভিগ্নে তাদের ব্যবসা চালিযে যাচ্ছে । পুলিশের নাম ভাঙ্গিয়ে অর্থ আদায় করার অভিযোগ উঠেছে।
সূত্রমতে,উপজেলার সরসকাটি ঘাট,চিংড়াবাজার ঘাট ও সাগরদাঁড়ি ঘাট পার হয়ে প্রতি নিয়ত আসছে মাদকসহ বিভিন্ন ভারতীয় পন্য। ভারতীয় এ সকল পন্য সাম্যগ্রী কেশবপুরের সর্বত্র ময়া-মুড়কির মত বিক্রি হচ্ছে। এ সকল পন্য আনতে সাহায্য করছে কেশবপুর থানার কাথিত ক্যাশিয়ার সুজাপুর গ্রামের কামাল ও দেউলি গ্রামের মুনছুর আলি। কেশবপুর থানা পুলিশের নাম ভাঙ্গিয়ে চোরাকারবারিদের নিকট থেকে প্রতিনিয়ত আদায় করা হচ্ছে মোটা অংকের অর্থ বলে একাধিক বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে। কেশবপুরের সিমান্তবর্তি ওই তিন পয়েন্ট থেকে প্রতি দিন মোটরভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে আনা হচ্ছে মাদক ও ভারতীয় পন্য। শুধুমাত্র চোরাকারবারিদের কারণে কেশবপুর পৌর শহরসহ প্রত্যান্ত গ্রামে অবাদে ঢুকছে ভারতীয় ফেন্সিডিল,গাঁজা মরণছোবল ইয়াবা। সহজে এসকল নেশার সামগ্রী হাতের কাছে পাওয়ায় তরুন ও উঠতি যুবকরা ক্রমাগত ঝুকে পড়ছে এ সকল মরণ নেশায়। পুলিশ মাঝে মধ্যে অভিযান চালিয়ে কিছু মাদকসেবীকে গ্রেফতার করলেও বন্ধ হচ্ছেনা মাদক ব্যবসা। এসকল ব্যবসায়ীদের যদি উৎখাত করা যায় তবে মাদকের ব্যবহার অনেকাংশে কমবে বলে সচেতন মহলের অভিমত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here