কেশবপুরে মাদ্রাসার ছাত্রীদের উত্তাক্ত করাসহ গাঁয়ে রং দেওয়ায় তিন বখাটে আটক

0
4082

নিজস্ব প্রতিবেদক,কেশবপুর(যশোর) : যশোরের কেশবপুরে মাদ্রাসার ছাত্রীদের উত্তাক্ত করাসহ গাঁয়ে রং দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই মাদ্রাসার সুপার বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানা পুলিশ তিন বখাটেকে আটক করেছে।
থানাসূত্রে জানাগেছে, শনিবার দুপুরে উপজেলার সারুটিয়া বালিকা দাখিল মাদ্রাসা ছুটির পর ওই মাদ্রাসার ছাত্রীবাহী করিমনে চড়ে ১০/১২ জন ছাত্রী বাড়ি ফেরার পথে সারুটিয়া গ্রামের অনিল দাসের বাড়ির সামনে ওই গ্রামের বিষ্নু পদ দাসের ছেলে দিপক দাস (২৫) মনিন্দ্র দাসের ছেলে প্রতাপ দাস (২৩) ও কায়েমখোলা গ্রামের ফরমান দাসের ছেলে মোহন দাস (৩০) করিমনের গতিরোধ করে। এসময় ওই ছাত্রীদের গায়ে রং ছিটায় বখাটেরা। এঘটনা ছাত্রীরা বাড়ির অভিভাবকদেরকে জানায়। অভিভাবকগন বিষয়টি ওই মাদ্রাসা সুপারকে জানালে তিনি তাৎক্ষনিক উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হান কবিরকে অবহিত করেন। তার নির্দেশে মাদ্রাসার সুপার আব্দুল হালিম বাদি হয়ে থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে থানা পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে। এ ব্যাপারে কেশবপুর থানার ওসি বলেন,অভিযোগ পাওয়া মাত্রই অভিযুক্তদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here