কেশবপুরে ৯ হাজার ৩০ জন শিক্ষার্থীকে বই উপহার

0
461

বিশ্ব বই দিবস উপলক্ষে বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি

শেখ শাহীন,কেশবপুব,যশোর : ইউনেস্কো ঘোষিত ২৩ এপ্রিল বিশ্ব বই দিবস উপলক্ষে রোববার কেশবপুরে ৯ হাজার ৩০ জন শিক্ষার্থীকে বই উপহার দেয়া হয়েছে। তরুনদের বইপড়ায় আগ্রহী করে তোলার জন্য পাঠাভ্যাসের প্রসার ও সুযোগ বৃদ্ধি করার লক্ষ্যে বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির আওতায় ২০১৬ সালে এ উপজেলার ১২৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে বই পড়া প্রতিযোগিতায় অংশ গ্রহনকারীদের মধ্যে বিজয়ী ওই শিক্ষার্থীদের বই পুরস্কৃত করা হয়। বিশ্ব বই দিবস ও পুরস্কার প্রদান উপলক্ষ্যে রোববার কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে পাঠাভ্যাসের গুরুত্ব বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ এস এম রায়হানা সাদেকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, পরিচালনা কমিটির সদস্য কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির কেশবপুর উপজেলার প্রোগ্রাম অফিসার মিজানুর রহমান, পিটিএর সভাপতি জাকির হোসেন, পরিচালনা কমিটির সদস্য আসাদুজ্জামান খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, শিক্ষক অপর্ণা আইচ, শিক্ষার্থী পুষ্পিতা রহমান প্রমুখ। আলোচনা শেষে বই পড়া প্রতিযোগিতায় অংশ গ্রহনকারীদের মধ্যে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বিজয়ী ৩১৭ জন শিক্ষার্থীর হাতে পুরস্কারের বই তুলে দেয়া হয়। পুরস্কার হিসেবে বই পেয়ে বিজয়ী শিক্ষার্থীরা উল্ল¬াস প্রকাশ করেন। এরপর অতিথিবৃন্দ বিদ্যালয়ের দেওয়াল পত্রিকার চলতি সংখ্যা ‘বৈশাখী’ এর উদ্বোধন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here