খুলনা বিভাগের দশ জেলায় আজ সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

0
457

নিজস্ব প্রতিবেদক : খুলনা বিভাগের দশ জেলায় আজ রোববার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের একটি বাসের চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেওয়ার প্রতিবাদে শনিবার দুপুরে অনুষ্ঠিতব্য সভা থেকে এ ঘোষণা দেওয়া হয়। দুর্ঘটনায় মিশুক মুনীর ও তারেক মাসুদসহ পাঁচ ব্যক্তি নিহতের ঘটনায় মানিকগঞ্জের আদালত বাস চালক জামির হোসেনকে গত বুধবার এই দন্ডাদেশ দিয়েছিলেন।
দন্ডাদেশ ঘোষণার পর পরই চুয়াডাঙ্গায় যানবাহন চলাচল বন্ধ করে দেন স্থানীয় পরিবহন শ্রমিকরা। বৃহস্পতিবার কুষ্টিয়া ও ঝিনাইদহেও শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ এবং রাস্তা অবরোধ করে রাখে। গতকাল শনিবার পূর্বঘোষণা অনুযায়ী যশোরের চাঁচড়া শ্রমিক ভবনে জরুরি বৈঠকে বসেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি আজিজুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী বৈঠক থেকে সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্স দুদু আজ রোববার সকাল ৬টা থেকে খুলনা বিভাগের দশ জেলার সব রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেন। সভা থেকে বাস চালক জামির হোসেনের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here