গণমাধ্যমকর্মীর উদ্যোগে জনকল্যাণে বিনামূল্যে অনেকগুলি পত্রিকা পড়ার সুযোগ

0
375

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের নিজস্ব অর্থায়নে শহরের ব্যস্ততম এলাকা রূপগঞ্জ বাজার সংলগ্ন মুচিপোল প্রজন্ম চত্ত্বরের যাত্রী ছাউনির পাশে সকাল থেকে শুরু হয় জাতীয় ও আঞ্চলিক অনেকগুলি পত্রিকার পড়ার সকল বয়সী মানুষের উপচে পড়া ভিড়। ভিড়ের কারণ অনুসন্ধানে দেখা যায়, সামনের দেয়ালে টাঙানো পত্রিকা থেকে খবর পড়ার জন্য সবাই উৎসুক হয়ে সামনের দিকে চেয়ে থাকে। মূলত নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের পৃষ্ঠপোষকতায় নড়াইলে এ সকল উৎসুক জনতা বিনামূল্যে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকা পড়ার সুযোগ পাচ্ছেন বলে নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাব এর সভাপতি উজ্জ্বল রায় গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো বলেন, নড়াইলের মানুষের পত্রিকা পড়ার আগ্রহের প্রতি খেয়াল রেখে আমাদের নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের নিজস্ব অর্থায়নে আমরা এ কাজটি দীর্ঘদিন ধরে করে আসছি। এর ফলে জনগণ সহজেই দেশের খবরা খবর সম্পর্কে জানতে পারে। এ বিষয়ে প্রবীণ খোকন রাহা বলেন, ‘পত্রিকা কেনার সামর্থ্য না থাকায় অনেকেই এখান থেকে নিউজ পড়তে পারে। এছাড়া পথচারীরাও যাত্রী ছাউনিতে অবসর সময় কাটানো ফাঁকে এখান থেকে সহজে খবর পড়ে থাকে। এ ব্যাপারে নড়াইল থেকে প্রকাশিক ‘দৈনিক ভোরের বাংলা’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক জাহাঙ্গীর শেখ বলেন, ‘নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকে সংবাদ প্রচার ও প্রসারের ব্যাপারে সর্বদা সজাগ দৃষ্টি রেখেছে। তাছাড়া সর্বসাধারণের সংবাদ পাঠের বিষয় বিবেচনা করে জনকল্যাণে এ ধরনের কাজ করার জন্য তিনি নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবটির সকল সদস্যদের ধন্যবাদ জানান’। এ ধরনের জনকল্যাণমূলক কর্মকান্ডকে সাধুবাদ জানিয়ে নড়াইলের সচেতন মহল জেলা অনলাইন মিডিয়া ক্লাবকে আন্তরিকভাবে সাদর সম্ভাষণ জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here