`গুগলে ডি লিখলে আসে ডিজিটাল বাংলাদেশ’

0
364

ঢাকা প্রতিনিধি : আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘আগে গুগলে ডি দিয়ে সার্চ করলে আসত ডিজাস্টার অব বাংলাদেশ কিন্তু এখন আসে ডিজিটাল বাংলাদেশ।’

গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে ‘বেসিস মেম্বারশিপ স্মার্ট কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘২৬ মিলিয়ন ডলারের আইসিটি রপ্তানি আজকে ৭০০ মিলিয়নে দাঁড়িয়েছে। গত আট বছরে আইটি সেক্টরে দ্রুত উন্নয়ন ঘটেছে এবং এ খাতে প্রবৃদ্ধি ১৩০%। ২০১৮ সালে ১ বিলিয়ন ডলারের আইসিটি রপ্তানি এবং ২০২১ সাল নাগাদ ৫ বিলিয়ন ডলারের আইসিটি রপ্তানি হবে।

পলক বলেন, ‘একসময় বাংলাদেশে আইসিটি বলে কোনো খাত ছিলো না। কৃষিভিত্তিক অর্থনীতিতে দাঁড়িয়ে ছিলাম আমরা। কিন্তু বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে তথ্যপ্রযুক্তিনির্ভর উন্নত বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছে। আমাদের সরকার ব্যবসা করবে না, ব্যবসা করার পরিবেশ তৈরি করে দেবে। যার মাধ্যমে ব্যবসায়ীকে দেশের অর্থনীতির চাকাকে গতিশীল রাখবে।

বেসিস সভাপতি মোস্তাফা জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ইমরান আহমেদ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বেসিসের পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল। স্মার্ট কার্ড সম্পর্কে বলেন বেসিসের সদস্য কল্যাণ সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান দেলোয়ার হোসেন ফারুক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি রাসেল টি আহমেদ, সহ-সভাপতি এম রাশিদুল হাসান, পরিচালক উত্তম কুমার পাল, সোনিয়া বশির কবির, রিয়াদ এস এ হোসেনসহ অংশীদারি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘আগে গুগলে ডি দিয়ে সার্চ করলে আসত ডিজাস্টার অব বাংলাদেশ কিন্তু এখন আসে ডিজিটাল বাংলাদেশ।’

গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে ‘বেসিস মেম্বারশিপ স্মার্ট কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘২৬ মিলিয়ন ডলারের আইসিটি রপ্তানি আজকে ৭০০ মিলিয়নে দাঁড়িয়েছে। গত আট বছরে আইটি সেক্টরে দ্রুত উন্নয়ন ঘটেছে এবং এ খাতে প্রবৃদ্ধি ১৩০%। ২০১৮ সালে ১ বিলিয়ন ডলারের আইসিটি রপ্তানি এবং ২০২১ সাল নাগাদ ৫ বিলিয়ন ডলারের আইসিটি রপ্তানি হবে।

পলক বলেন, ‘একসময় বাংলাদেশে আইসিটি বলে কোনো খাত ছিলো না। কৃষিভিত্তিক অর্থনীতিতে দাঁড়িয়ে ছিলাম আমরা। কিন্তু বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে তথ্যপ্রযুক্তিনির্ভর উন্নত বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছে। আমাদের সরকার ব্যবসা করবে না, ব্যবসা করার পরিবেশ তৈরি করে দেবে। যার মাধ্যমে ব্যবসায়ীকে দেশের অর্থনীতির চাকাকে গতিশীল রাখবে।

বেসিস সভাপতি মোস্তাফা জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ইমরান আহমেদ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বেসিসের পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল। স্মার্ট কার্ড সম্পর্কে বলেন বেসিসের সদস্য কল্যাণ সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান দেলোয়ার হোসেন ফারুক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি রাসেল টি আহমেদ, সহ-সভাপতি এম রাশিদুল হাসান, পরিচালক উত্তম কুমার পাল, সোনিয়া বশির কবির, রিয়াদ এস এ হোসেনসহ অংশীদারি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here